চলে গেলেন কবি আবুল হোসেন
নিজস্ব প্রতিবেদক
Published: 30 Jun 2014 12:57 AM BdST Updated: 30 Jun 2014 01:08 AM BdST
কবি আবুল হোসেন আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগে রোববার মৃত্যু হয়েছে তার।
কবির ছেলে সেলিম এফ আর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কবির জানাজা হবে বলে জানান সেলিম। তার আগ পর্যন্ত মরদেহ হাসপাতালের হিমঘরে থাকবে।
আবুল হোসেনের বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী প্রায় দশক কাল আগে মারা যান।
১৯২২ সালের ১৫ অগাস্ট খুলনা জেলার ফকিরহাটের আড়ুডাঙ্গায় জন্ম আবুল হোসেনের। অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দিলেও এর মধ্যেই সাহিত্য সাধনা চলে তার।
যুগ্মসচিব হিসেবে অবসরে যাওয়ার পর ধানমণ্ডির বাড়িতেই প্রায় পুরোটা সময় কাটাতেন তিনি।

বিবিধ গদ্য শিরোনামে প্রবন্ধগ্রন্থ, অরণ্যের ডাক শিরোনামে অনুবাদ উপন্যাস এবং আমার এই ভুবন ও আর এক ভুবন শিরোনামে স্মৃতিকথাও রয়েছে তার।
সাহিত্যকর্মের জন্য একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত আবুল হোসেন আরো অনেক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশের যে কয়জন কবি ও সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের সংস্পর্শ পেয়েছিলেন, তাদের মধ্যে আবুল হোসেন একজন।
বাংলা কবিতার আধুনিক ধারার পথিকৃৎ হিসেবে তাকে অনেকে বিবেচনা করেন।
-
উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
-
হাজারীবাগ বেড়িবাঁধ বস্তিতে আগুন, পুড়ল দেড়শ রিকশা
-
চাকরিতে ফেরাতে শরীফের আবেদন নাকচ করল দুদক
-
নর্থ সাউথের চার ট্রাস্টির আগাম জামিনের শুনানি ফের বৃহস্পতিবার
-
এশিয়াটিক সোসাইটির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মাহফুজ
-
কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে ইমরানের বৈঠক
-
অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, তিন চিকিৎসক ও নার্স গ্রেপ্তার
-
রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- চান্দিমাল-ডিকভেলার প্রতিরোধ