নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী এসএম আকরাম।
Published : 26 Jun 2014, 02:03 PM
বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিন/চারটা কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কেন্দ্র দখলের চেষ্টা চলছে।”
ভোটের ফল মেনে নিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “কেন্দ্র দখল হয়ে গেলে ফল মানবো কি করে?”
সময় বাড়ার সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আসছে বলে জানান তিনি।
নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভাই সেলিম ওসমান।
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের এই সদস্যের বিরুদ্ধে কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আগেও সংশয় জানিয়েছিলেন আকরাম।
এই দুজন ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত শফিকুল ইসলাম দেলোয়ার গামছা প্রতীক নিয়ে এবং চিংড়ি মাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।