নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে প্রচারণা শেষ হওয়ার একদিন আগে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম।
Published : 23 Jun 2014, 09:05 PM
সোমবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আকরাম অভিযোগ করেন, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান ভোটারদের মাঝে কালো টাকা ছড়াচ্ছেন।
এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
তবে, সেলিম ওসমাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল ৮টায়। সোমবার দিনভর প্রার্থীরা গণসংযোগ করেছেন।
আকরামের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে এস এম আকরাম বলেন, জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের লোকজন ভোট কেনার জন্য ভোটারদের মাঝে টাকা ছড়াচ্ছেন। নির্বাচনের লেবেল প্লেংয়িং ফিল্ড নেই, সেলিম ওসমানের লোকজন নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, বন্দর উপজেলায় অবৈধভাবে তিতাস গ্যাসের নেয়া সংযোগ বিচ্ছিন্নের আবেদন করেছি বলে আমার স্বাক্ষর জাল করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বরাবরে চিঠি দেয়া হয়েছে বলে স্থানীয় পত্রিকায় মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে সেলিম ওসমানের লোকজন।
“আমি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বরাবর কোনো চিঠি দেইনি। সেটি আমার স্বাক্ষরও নয়। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো লাভ হয়নি।”
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণফোরামের জেলার সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
অভিযোগ অস্বীকার সেলিম ওসমানের
আকরামের অভিযোগ মিথ্যা বলে আখ্যায়িত করে জাতীয় পার্টি প্রার্থী সেলিম ওসমান বলেন, তার কাছে টাকা ছড়ানোর প্রমাণ থাকলে তিনি তা নির্বাচন কমিশনকে জানাতে পারেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে আকরামের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন নিরাপত্তায় প্রয়োজনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে পারে।
জেলা রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি, পুলিশ ও র্যাবের টহল থাকবে বলে তিনি জানান।
প্রার্থীদের গণসংযোগ
সোমবার এস এম আকরাম প্রচারণা চালিয়েছেন নগরীর পালপাড়া, গোয়ালপাড়া, নন্দী পাড়া, দেওভোগসহ আশপাশের এলাকায়। এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক পরিষদের আহবায়ক ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু।
অন্যদিকে সেলিম ওসমান বন্দর উপজেলার ধামগড়, গোকুল দাসের বাগ, ঘারমোড়া, বউ বাজার এলাকায় গণসংযোগ করেছেন। তার সঙ্গে ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।