নিজামীর রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে কড়া নিরাপত্তা
চট্টগ্রাম ব্যুরো,
Published: 23 Jun 2014 08:24 PM BdST Updated: 23 Jun 2014 08:24 PM BdST
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা রোধে চট্টগ্রামে কড়া নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
নগরী ও জেলায় যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রোধে বিভিন্ন থানার ওসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।”
তিনি বলেন, “নগরীর ১৬টি থানার নিয়মিত ফোর্সের পাশাপাশি আরো ১৬শ’ থেকে দুই হাজার অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া জামায়াত-শিবির নিয়ন্ত্রিত মেসগুলোতে সোমবার রাত থেকে বিশেষ অভিযান চালানো হবে।”
মঙ্গলবার ভোর থেকে নগরীর প্রবেশপথসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়সহ বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের নিয়ে ট্রাইব্যুনালের রায়ের পরপরই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সহিংসতা ঘটেছিলো।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এসব সহিংসতার ঘটনা ঘটে।
এসময় সহিংসতা ও সংঘর্ষে ওই অঞ্চলগুলোতে পুলিশসহ বেশ কয়েকজন নিহত হন।
মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার কে এম হাফিজ আক্তারও।
হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।”
পাশাপাশি বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, “১০ প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীর পাশাপাশি সীতাকুণ্ডে বিজিবি মোতায়েন করা হতে পারে।”
এজন্য বিভিন্ন থানাগুলো নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার হাফিজ।
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
-
কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছি: পিএসসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী