নিজামীর রায়ের দিন শাহবাগে থাকবে গণজাগরণ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2014, 08:41 AM
Updated : 23 June 2014, 08:41 AM

সোমবার মানবতাবিরোধী ট্রাইবুন্যাল নিজামীর রায়ের তারিখ ধার্য করার পরপরই নিজের ফেইসবুক পাতায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই ঘোষণা দেন।

ফেইসবুকে ইমরান লিখেছেন, “রায়ের দিন বরাবরের মতোই আগামীকাল সকাল ১০টা গণজাগরণ মঞ্চ কুখ্যাত রাজাকার নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবীতে শাহবাগে অবস্থান গ্রহণ করবে। রায়ের পর পরবর্তী কর্মসূচি জানানো হবে।”

ফেইসবুকে দেয়া সেই স্ট্যাটাসে মঞ্চের কর্মীদের সতর্ক থাকারও আহবান জানান ইমরান।

“প্রত্যাশা করছি এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আক্রান্ত ৩০ লক্ষ শহিদ ও আড়াই লক্ষ নির্যাতিতা মা-বোনের প্রতিনিধি বাংলাদেশের জনগণ সঠিক বিচার পাবেন।”

এর কিছুক্ষণ পরে ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে সোমবার বিকালে শাহবাগে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।

এতে লেখা হয়েছে, “কুখ্যাত রাজাকার, গণহত্যার মাস্টারমাইন্ড মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তির দাবীতে আজ বিকাল ৫টা গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল এবং আগামীকাল সকাল ১০টায় গণ অবস্থান।”