প্রতিরোধক নিয়ে মন্ত্রীদের আপত্তিতে প্রধানমন্ত্রীর ‘না’

উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে ঢাকার একটি ভিআইপি সড়কে স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র বসানো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আপত্তি জানিয়েছেন কয়েকজন মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2014, 03:06 PM
Updated : 2 June 2014, 03:41 PM

সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী এ খবর দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “প্রধানমন্ত্রী এই আপত্তিতে সাড়া না দিয়ে বলেছেন, ‘ভালো উদ্যোগকে সবার স্বাগত জানানো উচিত। একে খারাপভাবে নেয়ার কিছু নেই’।”

বৈঠকে অনির্ধারিত আলোচনায় রাজধানীর রমনা পার্কসংলগ্ন রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে বসানো এই ভিভাইস নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করলে কয়েকজন তাতে সমর্থন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

“তবে প্রধানমন্ত্রী বিষটিকে ইতিবাচকভাবে নেয়ার কথা বলার পরে আর এ বিষয়ে কেউ কোনো কথা বলেননি।”

রাজধানীতে উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে মন্ত্রিপাড়ার কাছে রমনা পার্কসংলগ্ন সড়কে স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র বসায় পুলিশের ট্রাফিক বিভাগ।

‘প্রতিরোধ’ নামে আধুনিক এই যন্ত্রে আছে ধারালো ধাতব কাঁটা, যা উল্টো দিক দিয়ে প্রবেশ করা গাড়ির চাকা স্বয়ংক্রিয়ভাবে ফুটো করে দেবে।

যে সড়কে এই ডিভাইস বসানো হয়েছে তার আশেপাশেই মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ভিআইপিদের সরকারি বাসভবন।

ওই মন্ত্রী বলেন, “বৈঠকে একজন মন্ত্রী বলেন, ‘ঢাকায় এত এলাকা থাকতে এই সড়কেই কেন ডিভাইসটি বসাতে হবে’?”