মোদির সঙ্গে বৈঠক হবে শিরীন শারমিনের

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিনই নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2014, 12:04 PM
Updated : 25 May 2014, 12:04 PM

মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি যাওয়া স্পিকার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও বৈঠক করবেন।

বিজেপি নেতা মোদি সোমবার ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন স্পিকার।

শিরীন শারমিন রোববার সকালে ঢাকা থেকে রওনা হয়ে নয়া দিল্লি পৌঁছেছেন।  

স্পিকারের সফরসঙ্গী সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক নাজমুল হুদা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর ১টায় নরেন্দ্র মোদির সঙ্গে স্পিকারের বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।

ওই বিকাল ৫টায় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন শিরীন শারমিন।

মোদির চাওয়া অনুযায়ী তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় ভারত।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বনির্ধারিত সফরে জাপানে গেছেন। নয়া দিল্লিতে তাই স্পিকার গেলেন। তিনি ২৮ মে দেশে ফিরবেন।

রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান হুইপ শহীদুজ্জামান সরকার ও সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।