শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপ

নারায়ণগঞ্জে সাতখুনের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সাংসদ শামীম ওসমানের মোবাইল কথোপকথন প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2014, 05:35 PM
Updated : 23 May 2014, 07:58 PM

ওই ফোনালাপ তুলে ধরে শুক্রবার দৈনিক প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরও ১০৩ সেকেন্ডের কথোপকথন প্রকাশ করে জানায়, নারায়ণগঞ্জে অপহৃত সাতজনের লাশ উদ্ধারের আগের দিন ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে এয়ারটেল নম্বর থেকে শামীম ওসমানের গ্রামীণফোনের নম্বরে ফোন করেন নূর হোসেন।

চ্যানেলটির দাবি, ফোনে আলাপের সময় নূর হোসেনের অবস্থান ছিল ধানমণ্ডির চার নম্বর সড়কের আশপাশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য টেলিভিশন স্টেশনটির প্রচারিত ওই ফোনালাপ হুবুহু তুলে ধরা হলো-

শামীম ওসমান বলেন, ‘হ্যালো’

নূর হোসেন বলেন, ‘ভাই স্লামালাইকুম ভাই’

শামীম: ‘কে?’

নূর হোসেন: ‘ভাই ভাই ভাই আমার বহুত প্রবলেম ভাই। ভাই আমি লেখাপড়া করি নাই, আমার অনেক ভুল আছে ভাই। ভাই আমি লেখাপড়া করি নাই, আমার অনেক ভুল আছে ভাই। আপনে আমার বাপ লাগেন ভাই। আপনেরে আমি অনেক ভালোবাসি ভাই।’

শামীম: ‘খবরটা পৌঁছে দিলাম না, পাইছিলা?’

নূর হোসেন: ‘হ, আপনেরে আমি অনেক ভালোবাসি ভাই, আমার পোলাডা ছোট মইরা যাইবো ভাই। আমার কান্দে বন্দুক ভাই।’

শামীম: ‘সময় দাও একটু।’

নূর হোসেন: ‘ভাই আপনি আমার বাপ লাগেন ভাই। ভাই জীবনটা আপনেরে আমি দিয়া দিমু ভাই। আপনারে আমি অনেক ভালোবাসি ভাই।’

শামীম: ‘আরে তুমি এতো চিন্তা করো না, সময় দাও।’

নূর হোসেন: ‘ভাই আমি লেহাপড়া করি নাই, আমার অনেক ভুল আছে ভাই। আমারে মাফ করেন ভাই।’

শামীম: ‘তুমি এতো চিন্তা করো না, সময় দাও। আর তুমি একটু গোরদার লগে দেখা করে আসো না’

নূর হোসেন: ‘ভাই আমারে দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দেবেন।’

শামীম: ‘এখনো কোনো সমস্যা হবে না। কোনো জায়গার ইয়া নাই? সিল নাই?’

নূর হোসেন: ‘না না, আছে আছে ই আছে। সিল আছে কিন্তু যামু ক্যামনে সব জায়গায় নাকি এলার্ট?’

‘না কিচ্ছু নেই। হ্যা?’

শামীম: ‘মনে হয় না।’

নূর হোসেন: ‘ভাই তাইলে একটু খবর নেন না, আমি কালকে ফোন দেই।’

শামীম: ‘আগাইতে থাক।’

নূর হোসেন: ‘ভাই আমি লেখাপড়া করি নাই। ভাই আমার অনেক ভুল আছে।’

শামীম: ‘তুমি যদি ওই জায়গাটাতে যাও।’

নূর হোসেন: ‘ভাই আমি বাসে...মাইক্রোবাসে উঠব।’

শামীম: ‘কিন্তু হবে না, চিন্তা করো না-তুমি অপরাধ করো নাই।’

নূর হোসেন: ‘ভাই..’

শামীম: ‘তুমি চিন্তা করো না।’

নূর হোসেন: ‘আমার জীবনের কোনো গতি হইবো না ভাই? আমার মনে অনেক জোর ভাই।’

শামীম: ‘আমি জানি আমি জানি। ঘটনাটা অন্য ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারছে।’

নূর হোসেন: ‘ভাই আমার অনেক ভুল আছে-আপনে আমারে মাফ করেন ভাই।’

শামীম: ‘ঠিক আছে তুমি ইয়ে করো। ও ও ও...আমার একটা ফোন নম্বর দিমু যোগাযোগ করুম। এই নম্বরটা নতুন?

নূর হোসেন: ‘হ ভাই।’

শামীম: ‘আচ্ছা। রাখলাম।’

নূর হোসেন: ‘জি ভাই, স্লামাইকুম’