চুয়াডাঙ্গায় সাংবাদিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্থানীয় এক সাংবাদিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2014, 07:47 AM
Updated : 21 May 2014, 07:47 AM

পোড়াদহ রেলওয়ে থানার এএসআই খোরশেদ আলম জানান, বুধবার সকালে উপজেলার মমিনপুর রেলস্টেশন এলাকায় রেললাইন থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সদরুল আলম নিপুল (৩৮) ওই স্টেশন সংলগ্ন নীলমণিগঞ্জ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

নিপুল স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মমিনপুর ইউনিয়ন প্রতিনিধি ছিলেন বলে জানিয়েছেন তার ভাই মো. লিপন।

লিপন বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে অজ্ঞাত ব্যক্তির  ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় নিপুল। সকালে বাড়ির অদূরে রেললাইনে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।

এএসআই খোরশেদ আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মমিনপুর স্টেশন মাস্টার নজরুল ইসলাম বাদী হয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।