আওয়ামী লীগসহ ১২টি দলকে ইসির সতর্কতা

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেয়ায় দশম সংসদ নির্বাচনে অংশ নেয়া ১২টি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2014, 07:51 PM
Updated : 4 May 2014, 07:51 PM

রোববার ইসি সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিবদেরকে সতর্কীকরণ নোটিস দেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে ভোটের ফলাফলের গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলভিত্তিক নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে।

সে অনুযায়ী ২৩ এপ্রিল দলগুলোর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে বলে ইসির চিঠিতে উল্লেখ করা হয়।

মিহির সারওয়ার জানান, দলগুলোকে সতর্কতা নোটিস পাঠানোর পরবর্তী ৩০ দিনের মধ্যে হিসাব বিবরণী দাখিলের সুযোগ রয়েছে।

“এ সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে দশ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিন সময় নিতে পারবে। এরপরও হিসাব দাখিল না্ করলে আইনে নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।”

প্রধান বিরোধী জোটের বর্জনের পরেও দশম জাতীয় সংসদ নির্বাচনে ১২টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল।

দলগুলো হল বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন, বিএনএফ, জাতীয় পার্টি-জেপি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

নির্বাচনী ব্যয়ের হিসাব দেননি ১০ প্রার্থী

এদিকে দশম সংসদ নির্বাচনের ১০ প্রার্থী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি বলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

হিসাব জমা না দেয়াদের তালিকায় জাতীয় পার্টির চেয়াম্যান এইচএম এরশাদও (লালমনিরহাট-১) রয়েছেন বলে জানান ইসির একজন জ্যেষ্ঠ সহকারী সচিব।

হিসাব জমা না দেয়ায় ইতোমধ্যে কুমিল্লা-৫ আসেনর জাতীয় পার্টির প্রার্থী শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

হিসাব জমা না দেয়া বাকিরা হলেন- বরিশাল-৪ আসনের জাপা প্রার্থী জয়নুল আবেদিন, টাঙ্গাইল-৮ আসনের প্রার্থী শওকত মোমিন শাহজাহান(মৃত), শেরপুর-৩ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এসএম আব্দুর রাজ্জাক ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনের বিএনএফ প্রার্থী আশরাফ হোসেন, লক্ষ্মীপুর-১ আসনের জাপা প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম শরিফউদ্দীন ও একই আসনের জাপা প্রার্থী বেলাল হোসেন।

নির্বাচনী আইনে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়ার কথা বলা আছে। তা না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে মামলা করার বাধ্য বাধকতাও রয়েছে।