নজরদারির মধ্যেই নূর হোসেন আত্মগোপনে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে সাত অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন পুলিশের নজরদারির মধ্যেই আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2014, 01:24 PM
Updated : 4 May 2014, 01:24 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ঘটনার পর থেকে নূর হোসেন, তার স্বজন ও অনুসারীদের নজরদারিতে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নূর হোসেন আত্মগোপনে চলে যায়।”

নজরদারির মধ্যে কীভাবে আত্মগোপনে গেল এই প্রশ্নের উত্তরে দৃশ্যত বিব্রত মন্ত্রী উত্তর এড়িয়ে যান।

এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জের ঘটনায় সরকারের গৃহীত নানা ব্যবস্থা সাংবাদিকদের অবহিত করেন।

আসামিদের ধরতে প্রশাসন সবকিছু করবে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাব-১১ অধিনায়ককে প্রত্যাহার করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আরো প্রত্যাহার করা হবে।”

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-১১ অধিনায়ক ও দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

তিনি বলেন, “ওই ঘটনার আসামি ধরে সামনে আনতে যা যা করা প্রয়োজন সরকার তা করবে। এখানে কাউকে ছাড় দেযা হবে না।”

আরো কাউকে প্রত্যাহার করার দরকার পড়লে তাও করা হবে বলেও জানান মন্ত্রী।