গুম-অপহরণ ঠেকাতে প্রতিটি শহর এবং গুরুত্বপূর্ণ সড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Published : 30 Apr 2014, 06:07 PM
সাম্প্রতিক সময়ে কয়েকটি অপহরণের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান।
গত এক মাসে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী উদ্ধার পেলেও বুধবারই লাশ মিলেছে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামের।
প্রতিমন্ত্রী বলেন, “যদিও বেশ কিছু সড়কে সিসি ক্যামেরা রয়েছে। তবুও সরকার গুম-অপহরণসহ নানা অপরাধরোধে আরো সিসি ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে।”
ফাইল ছবি
রিজওয়ানার স্বামীকে অপহরণকারীদের গাড়িটি যাত্রাবাড়ী ফ্লাইওভারের সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। তবে তা পুলিশ এখনো আটক করতে পারেনি।
তবে ঢাকার যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কির খুনিদের ধরতে ঘটনাস্থলে বিপণি বিতানের সিসি ক্যামেরা কাজে দিয়েছিল বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন শহর এবং গুরুত্বপূর্ণ সড়কে এই সিসি ক্যামেরা থাকবে। বহুতল ভবনগুলোর ছাদেও বসানোর পরিকল্পনা রয়েছে।
কোনদিক থেকে আগে বসানো হবে- জানতে চাইলে কামাল বলেন, “এটার জন্য তো একটা ফান্ড প্রয়োজন। তবে খুব শিগগিরই বসানো হবে।”
অপরাধ ঠেকাতে মাইক্রোবাসগুলো থেকে কালো কাচ অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
অপহরণ এখন ব্যাপক আলোচিত বিষয় হলেও পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা কম বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
“পরিসংখ্যান বলছে, আগের তুলনায় বর্তমানে গুম ও অপহরণ কম হচ্ছে, যদিও গুম ও অপহরণের মতো অপরাধ কাম্য নয়।”
প্রতিমন্ত্রী বলেন, অপরাধ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে। তাছাড়া শহরগুলোতে ঢোকা ও বের হওয়া পথে নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান কামাল।
গত রোববার অপহৃত হওয়া নজরুলের লাশ বুধবার বিকালে পাওয়া যায়। তার আগেই সাংবাদিকদের সঙ্গে কথা হয় প্রতিমন্ত্রীর। তিনি নজরুলকে উদ্ধারের আশাবাদও প্রকাশ করেছিলেন।
নারায়ণগঞ্জে প্রশাসনিক দুর্বলতা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এক জায়গায় অনেকদিন থাকলে কাজের গতি কমে যেতে পারে।
“সেই বিষয়টি মাথায় রেখে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি), র্যাবের কমান্ডিং অফিসার (সিইও), ফতুল্লা ও সিদ্দিরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত।”
র্যাবকে বিলুপ্ত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংসঠনগুলোর দাবির প্রতিক্রিয়া জানতে চাইলে কামাল বলেন, “যে সব অপরাধীরা দেশকে অস্থিতিশীল বানানোর চেষ্টা করছে, র্যাব সে সব অপরাধীদের ধরতে পটু।
তাই ওই সব সংস্থা ঠিক বলছে না।”