নাসিম ওসমান মারা গেছেন

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান মারা গেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2014, 03:06 AM
Updated : 19 May 2014, 12:53 PM

তার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১টার দিকে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে তিনি মারা যান।

তার ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান জানান, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

নাসিম ওসমান ডায়াবেটিকে ভুগছিলেন।

শামীম ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বড় ভাই দেরাদুনে একটি হোটেলে উঠেছিলেন। রাতের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হলে দুই বার বমিও হয় তার। এরপর দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

নাসিম ওসমানের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭৩ সালে এই আসনেরই সাংসদ ছিলেন।

তার আরেক ভাই একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ ও বিকেএমইএ’র সভাপতি।

এদিকে নাসিম ওসমানের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ শোক প্রকাশ করেছেন।