জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের স্নাতক প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশ করা হবে।
Published : 29 Apr 2014, 10:11 PM
ওইদিন রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info ঠিকানায় ফলাফল দেখা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও একই দিন সন্ধ্যা ৬টা থেকে যে কোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তত্ত্বীয় এ পরীক্ষা গত বছরের ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ নভেম্বর শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা এ বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়।
এ বছর সারা দেশের ৪১৬ টি কলেজের সর্বমোট ২লাখ ৭৯হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ১৬৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। ১০হাজার ৬৬৪ জন শিক্ষক এ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করেন।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে ৫ মাস এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পর এ ফল প্রকাশ করা হচ্ছে।