চাঁপাইনবাবগঞ্জে মন্দির ভাঙ্গার সময় গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেরায় মঙ্গলবার একটি প্রাচীন মন্দির ভাঙ্গার সময় নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2014, 01:22 PM
Updated : 29 April 2014, 01:22 PM

এরা হলেন জেলা শহরের কাঁঠাল বাগিচার নুরুল ইসলাম (৬৫), মসজিদ পাড়ার সুইট হাসান (২৯), নাচোল বাজারের গোলাম বারকি (২৮), শহীদ মোমিন (৬৫), শাহাজাহন (৩২), ওয়াজেদ (৬০), শের আলী মোল্লা (৫০), সাদিরুদ্দিন (৪২) ও ফারুক হোসেন (২৮)।

নাচোল থানার ওসি মো. সানাউল হক জানান, দেওপাড়া এলাকার একটি জমিতে প্রাচীন এই মন্দিরটির অবস্থান। মন্দিরের জমিটি নুরুল ইসলাম নিজের দাবি করে সকাল সাড়ে ৯টার দিকে লোকজন নিয়ে তা ভাংতে শুরু করে।

এ সময় এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

এ ঘটনার পর নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি রঞ্জন রানী বর্মন জানান, মন্দিরটি বৃটিশ আমলে তৈরি। নুরুল ও তার লোকজন মন্দিরের ক্ষতি সাধন করেছে।