রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি

চৈত্রের প্রচণ্ড গরমের পর অবশেষে দেখা দিল স্বস্তির বৃষ্টি, তবে সঙ্গে এলো শিলা ও কালবৈশাখী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2014, 06:28 PM
Updated : 3 April 2014, 06:32 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার মিরপুর ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি হয়। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় ঝড়ো হাওয়া।

আবহাওয়া অধিদপ্তরের আহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বিভিন্ন স্থানে হালকা দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় হয়েছে।

এ সময় ঘণ্টায় ৫২ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যায় বলে জানান তিনি।

আগের দিন আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা, সিলেট, রংপুর, খুলনাসহ বিভিন্ন এলাকায়  বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছিল অধিদপ্তর।

ঝড়ে মহাখালীর আমতলীতে মহাখালী-গুলশান সড়কের আইল্যান্ড থেকে একটি গাছ উপড়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে বৃষ্টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৭ রানে জয় পায় শ্রীলঙ্কা।