টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলীকে লাঠির আঘাতে আহত করার অভিযোগ উঠেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে।
Published : 29 Mar 2014, 12:24 AM
শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী উপজেলা সদরে মন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে।
মন্ত্রীর লাঠির আঘাতে আহত উপ-সহকারী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) পূর্ণ চন্দ্র পাল কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
অবশ্য মন্ত্রী পরে দুঃখ প্রকাশ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী।
ফাইল ছবি
“আমি শুনেছি, সেখানে গিয়ে পূর্ণ চন্দ্র পাল মন্ত্রীর সামনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। এজন্য মন্ত্রী তাকে প্রথমে গালমন্দ করেন এবং এক পর্যায় তার সামনে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।”
রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকরা কালিহাতিতে পূর্ণ চন্দ্র পালের বাসায় গেলে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি আবার মন্ত্রীর বাসায় গিয়েছিলেন। ওই সময় মন্ত্রী তার কাছে ‘ক্ষমা চেয়ে’ নিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।