তথ্যপ্রযুক্তি বিষয়ে নিজের চেয়ে ৩৫ বছরের ছোট প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘শিক্ষক’ মানছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
Published : 11 Mar 2014, 08:57 PM
মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এক অনুষ্ঠানে বাংলাদেশকে ডিজিটালাইজেশনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এই খাতে জয়ের সার্বিক সহযোগিতার বিষয় তুলে ধরেন মন্ত্রী।
এ সময় ‘আমার মাস্টার জয়’ মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “তথ্যপ্রযুক্তি নিয়ে জয় কিছু পরামর্শ দিয়েছেন তা পথপ্রদর্শক হবে। কারণ তিনি যার (শেখ হাসিনা) উপদেষ্টা, তার সৃষ্টি মননশীল।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করছেন জয়।
মন্ত্রণালয়ের কর্মীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আমি মুনাফেক হতে রাজি নই। আমার সঙ্গে যারা কাজ করবেন, তারাও মুনাফেক হবেন না। আপনারাও (কর্মকর্তা) মুনাফেক হবেন না।”
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের। আর ১৯৩৭ সালের ১৮ ডিসেম্বর টাঙ্গাইলে জন্ম নেন লতিফ সিদ্দিকী। এই হিসাবে লতিফ সিদ্দিকীর চেয়ে জয় ৩৫ বছরের ছোট।
বক্তব্যে লতিফ সিদ্দিকী ‘মাস্টার’ বললে তার বাম পাশে চেয়ারে বসা জয়কে হাসতে দেখা যায়।
বক্তব্য শেষ করে জয়ের পিঠ চাপড়ে দেন লতিফ সিদ্দিকী। আসন থেকে ওঠে হাসিমুখে মন্ত্রীর সঙ্গে কোলাকুলিও করেন প্রধানমন্ত্রীর ছেলে।