দিনাজপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

উপযুক্ত দাম না পেয়ে দিনাজপুরের বীরগঞ্জে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছে আলু চাষিরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2014, 10:36 AM
Updated : 5 Feb 2014, 10:36 AM

বুধবার দুপুরে উপজেলার শহীদ মিনারের সামনের সড়কে “আলু চাষি সংগ্রাম পরিষদ” এর ব্যানারে কৃষকরা এ প্রতিবাদ জানায়।

আলু চাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, “মাঠে প্রতি কেজি আলু বিক্রি করতে হচ্ছে ২ টাকা দরে।

“অথচ এবার কেজি প্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে কমপক্ষে ৫-৬ টাকা।”

দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের উপর কৃষকরা প্রায় ২০ বস্তা আলু ফেলে বিক্ষোভ করে।

এ সময় সড়কে ছেটানো আলুর উপর দিয়ে যানবাহন চলাচল করে।

ক্ষতিগ্রস্ত আলু চাষিরা ক্ষতিপূরণ, সহজ শর্তে ব্যাংক ঋণ, সরকারি উদ্যোগে উৎপাদিত আলুর খরচের ৩৫% মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে আলু কেনাসহ বিভিন্ন দাবি জানিয়ে কৃষি মন্ত্রণালয় বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন।