রবীন্দ্র অনুরাগী জ্ঞানী ব্যক্তিকে হারাল জাতি: প্রধানমন্ত্রী

সাবেক প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2014, 05:58 PM
Updated : 11 Jan 2014, 06:14 PM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তার মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব, অসাধারণ বিচারিক বুদ্ধিসম্পন্ন বিচারক ও রবীন্দ্র অনুরাগী জ্ঞানী ব্যক্তিকে হারাল’।”

তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার পরিবার এবং অজস্র শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “বাংলাদেশের বিচার ব্যবস্থায় হাবিবুর রহমানের অসামান্য অবদান আগামী দিনের বাংলাদেশ শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

হাবিবুর রহমান হঠাৎ অসুস্থবোধ করায় শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৯৫ সালে প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন হাবিবুর রহমান। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

তার অধীনে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।