ভোটের দিন বিক্ষিপ্ত নাশকতা

বিরোধী জোটের বর্জন আর প্রতিহতের হুমকির মধ্যে ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2014, 01:28 PM
Updated : 5 Jan 2014, 01:28 PM

রোববার ভোটগ্রহণ শুরুর আগের রাতেই পুড়িয়ে দেয়া হয় ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

এ ছাড়া ভোট কেন্দ্রের আশপাশে হাতবোমার বিস্ফোরণ ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের ওপর হামলার মধ্যে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।

সাতক্ষীরা, চট্টগ্রাম, চাঁদপুর, রাজশাহী ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ ও নাশকতার খবর বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন।

চাঁদপুরে সড়ক কেটে বিচ্ছিন্ন

জেলায় মহাসড়ক কেটে, গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও এক আওয়ামী লীগ কর্মীর দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

জেলার পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ভোরে চাঁদপুরের বাবুরহাট-মতলব-ঢাকা সড়কের কালীভাংতি এলাকায় তিনফুট গভীর করে রাস্তা কেটেছে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা এসে মাটি ফেলে তা ভরাট করে। এছাড়া একই সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

অপরদিকে বাবুরহাট এলাকায় আওয়ামী লীগকর্মী হোসেন মেম্বারের স্যানিটারি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দোকনটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এদিকে পিকেটিংকালে হাজীগঞ্জ উপজেলায় সাত জন ও মতলব দক্ষিণ উপজেলায় দুইজনকে আটক করে পুলিশ।

রাজশাহীতে নির্বাচনী ক্যাম্পে হামলা

পবা উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হাতবোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন।

জামায়াত-শিবির কর্মীরা ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, বেলা ১১টার দিকে  মুশরইল ভোট কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের ভোট ক্যাম্পে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় সেখানে থাকা পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে কোরবান ভাণ্ডারি ও শরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা রাস্তায় পাহারা বসিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে বোমাবাজি

আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি ভোটকেন্দ্রে দফায় দফায় বোমাবাজি হয়েছে।

শহরের কান্দিপাড়া পাওয়ার হাউজ সড়কের ‘তোফায়েল আজম কিন্ডার গার্টেন’ ‘মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং সরাইলের ‘কুট্টাপাড়া (পূর্ব ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এসব ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আমিনুল ইসলাম জানান, সকাল থেকেই কেন্দ্রের আশেপাশে ককটেল বিস্ফোরিত হতে থাকে। এতে দায়িত্বরত এক আনসার সদস্য আহত হন।

মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শফিকুর রহমান ভূঁইয়া জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের মধ্যেই সেখানে সকাল ৮টা, ৯টা ও ১০টার দিকে দফায় দফায় হাতবোমা হামলা হয়।

সরাইলের ভোট কেন্দ্র কুট্টাপাড়া (পূর্ব ) সরকারি প্রাথমিক বিদ্যালয়েও হাতবোমা ছোড়া হয়েছে।

ভোট কেন্দ্রের নিরাপত্তা সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।