রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ; আহত ৫

ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণে এক আনসার সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2014, 12:21 PM
Updated : 5 Jan 2014, 12:21 PM

এর মধ্যে কদমতলী ও চকবাজারে দুটি ভোটকেন্দ্র অন্য কোথাও হাতবোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

কদমতলীর ওসি মো. মাজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার পর কদমতলীর অনির্বাণ প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণের বাইরে রাস্তার ওপর তিনটি ককটেল ফাটানো হয়।

এসময় রাস্তায় থাকা আনসার সদস্য ইউনূস আলী (২২), স্থানীয় বাসিন্দা আমীর হোসেন (৫০), আলী আকবর (২৮) ও তার মেয়ে জান্নাতুল (৪) আহত হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান,  সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের সিরাজউদ্দিন প্রথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বাইরে পরপর কয়েকটি ককটেল ফাটানো হলে নার্গিস আক্তার নামে এক নারী আহত হন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে হাতবোমা বিস্ফোরণের পর পুলিশের গুলিতে বেশকয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জানান উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ।

তবে উত্তরা মডেল ও উত্তরা পূর্ব থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে ওই এলাকায় এমন কোনো ঘটেনি বলে দাবি করেন তারা।

নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে বেলা ১১টা দিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এই গুলিতে কয়েকজন পথচারি আহত হয়।

মিরপুর ৭ নম্বর সেক্টরে ভোটকেন্দ্রের পাশে একটি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা।

৭ নম্বর সেক্টরের শেখ কামাল প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

শেখ কামাল বিদ্যালয়ের দুটি কেন্দ্রের মধ্যে ১১০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গোলাম মোম্তফা জানান, বেলা ১টার সময় কেন্দ্রের পাশে কে বা কারা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঢাকা-৭ (লালবাগ) আসনের একটি ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।

বংশাল থানার এসআই আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে আরমানিটোলা আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে একটি হাতবোমা বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।

তবে এই কেন্দ্রের একজন পর্বেক্ষক জানান, কেন্দ্রের ভেতরেই বোমাটি বিস্ফোরিত হয়েছে। সকালেও এই কেন্দ্রের বাইরে আরো একটি হাতবোমা বিস্ফোরিত হয়।

এ ছাড়া রায়সাহেব বাজার এবং বকশীবাজারের কাছে বেলা ২টার দিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ আহত হননি। এসব এলাকার আশেপাশে একাধিক ভোট কেন্দ্র রয়েছে।