‘চাকরিতে ঢোকার বয়স বাড়ছে না’

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়লেও ক্ষমতাসীন মহাজোট সরকারের সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2013, 09:28 AM
Updated : 24 Dec 2013, 09:29 AM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোহবান সিকদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত সরকারের নেই।”

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাও হয়নি- জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা আবারো বাড়ানোর কোনো সম্ভাবনাও নেই।

অবসরের বয়স বাড়ানো নিয়ে কিছু পত্রিকায় ভুল তথ্য পরিবেশিত হয়েছে বলেও দাবি করেন এই জ্যেষ্ঠ সচিব।

সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর পর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানান সরকারি চাকরি প্রত্যাশীরা। এনিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচিও পালন করেন তারা।

২০১১ সালের ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। তবে অধ্যাদেশ জারির কারণে তা ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

এর আগে ২০১০ সালে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের বয়স ৫৯-এ উন্নীত করা হয়।

এছাড়া গত বছরের ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর করার ঘোষণা দেন।