ছয় খুন: মামলার তদন্তে ডিবি

রাজধানীর গোপীবাগে একই বাড়িতে ছয় জনকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের হাতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2013, 05:22 AM
Updated : 22 Dec 2013, 11:43 AM

ওই বাসার বাসিন্দাদের সন্দেহ, এই হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় উগ্রপন্থীদের হাত থাকতে পারে।

রাজধানীর গোপীবাগে একই বাসায় বাবা-ছেলেসহ ছয়জনকে হত্যার ঘটনায় জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করছে পরিবার।

শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চার তলা ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- লুৎফর রহমান ফারুক (৬০), যিনি নিজেকে পীর বলে পরিচয় দিতেন; তার ছেলে সারোয়ার ইসলাম  ফারুক ওরফে মনির (৩০);  পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু (২৪); মুরিদ মো. শাহিন (২৫), রাসেল (২০) ও মুজিবুল সরকার  (২৫)।

নিহত সবার লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওয়ারী থানার এস আই জাহিদুর রহমান জানান, নিহত লুৎফরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক শনিবার গভীর রাতে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

লুৎফরের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরের চর বরুরি গ্রামে। তার ছেলে সারোয়ার ইসলাম মনির সিটি ব্যাংকের সদরঘাট শাখায় কর্মরত ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

ওয়ারি পুলিশের উপ কমিশনার ইলিয়াস শরীফ জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের হাতে দেয়া হয়েছে। 

ঘটনার পর ওই বাড়ির আশেপাশের এলাকা থেকে ছয় জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে  এস আই জাহিদুর রহমান জানান।