সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

গুরুতর অসুস্থ অভিনেতা এম এ সাদেক বাচ্চুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে  (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2013, 06:20 PM
Updated : 13 Sept 2020, 06:00 AM

হৃদরোগে আক্রান্ত  হওয়ার পর শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালের কার্ডিওলজিস্ট মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। 

ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু  ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

বহুমাত্রিক  এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, জোর করে ভালোবাসা হয় না (২০১৩), জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩), জীবন নদীর তীরে (২০১৩), তোমার মাঝে আমি (২০১৩), ঢাকা টু বোম্বে (২০১৩), ভালোবাসা জিন্দাবাদ (২০১৩), এক জবান (২০১০), আমার স্বপ্ন আমার সংসার (২০১০), মন বসে না পড়ার টেবিলে (২০০৯), বধূবরণ (২০০৮), ময়দান (২০০৭), আমার প্রাণের স্বামী (২০০৭), আনন্দ অশ্রু (১৯৯৭), প্রিয়জন (১৯৯৬), সুজন সখি (১৯৯৪)। 

তার অভিনীত সিনেমা কী দারুণ দেখতে (২০১৩), মায়ের মমতা (২০১৪) এবং লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪) মুক্তির অপেক্ষায় রয়েছে। 

১৯৫৫ সালে চাঁদপুরের হাজীগঞ্জে সাদেক বাচ্চুর জন্ম হয়।