বিশ্বজিৎ হত্যাকাণ্ডে দণ্ডিতদের পরিচয়

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে দণ্ডিত সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তাদের বাড়ি বিভিন্ন জেলায়। বুধবার দেয়া রায়ে আদালত আটজনকে মৃত্যুদণ্ড এবং বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2013, 07:40 PM
Updated : 18 Dec 2013, 07:41 PM

ফাঁসির আদেশপ্রাপ্তদের পরিচয়

১। মো. রফিকুল ইসলাম ওরফে শাকিলের বাবার নাম মৃত আনসার আলী, ঠিকানা- কর ভবনের সামনে ফায়ার সার্ভিস রোড, টাউন কালিকাপুর, থানা ও জেলা- পটুয়াখালী।

২। রাজন তালুকদারের (পলাতক) বাবার নাম সুখেন চন্দ্র তালুকদার, মায়ের নাম রেবা রানী রানী তালুকদার, বাড়ি- কেশবপুর, মনতলা, জেলা- সুনামগঞ্জ।

৩। মাহফুজুর রহমান ওরফে নাহিদের বাবার নাম আবদুর রহমান, মা সামসুন্নাহার, বাড়ি- পশ্চিম জয়নগর, থানা- দৌলতখান, জেলা- ভোলা।

৪। ইমদাদুল হক ওরফে এমদাদ, পিতা- মৃত আকরাম আলী, মা- জোহরা বেগম, বাড়ি- পাঁচ কাইবা পূর্বপাড়া, থানা- শার্শা, জেলা- যশোর।

৫। জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন, বাবার নাম জিএম লুৎফর রহমান, মা রওশন আরা পারভীন, বাড়ি- নাসিরপুর কলেজ রোড, থানা- পাইকগাছা, জেলা- খুলনা।

৬। মীর মো. নূরে আলম ওরফে লিমন (পলাতক), পিতা- মীর মো. নুরুল ইসলাম, বাড়ি- সুল্লিপাড়া, থানা- পীরগাছা, জেলা- রংপুর।

৭। সাইফুল ইসলাম ওরফে সাইফুল, পিতা- আব্দুল হাই, মা- হেলেনা বেগম, বাড়ি- চন্দনবাড়ি, কোনাপাড়া, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী। 

৮। কাইয়ূম মিয়া ওরফে টিপু, বাবার নাম মিজানুর রহমান, মায়ের নাম কোহিনূর বেগম, বাড়ি- বাড়িয়াচারা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের পরিচয়

১। খন্দকার মো. ইউনুস আলী ওরফে ইউনুস (পলাতক), পিতা- খন্দকার ইয়াকুব আলী, মা- সালেহা খাতুন, বাড়ি- গাংনালিয়া, থানা ও জেলা- মাগুরা।

২। তারিক বিন জোহর ওরফে তমাল (পলাতক), পিতা- মো. সামসুজ্জোহা, মা- তাহেরা বেগম, বাড়ি- সেওজ আমতলা, থানা ও জেলা- বগুড়া।

৩। গোলাম মোস্তফা ওরফে মোস্তফা, পিতা- আশেক উদ্দিন, মা- মনোয়ারা বেগম, বাড়ি- রাজুইর , থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ।

৪। মো. আলাউদ্দিন(পলাতক), পিতা- হবিবুর রহমান, মা- আয়েশা বেগম, বাড়ি- ছোট ধাপ, থানা- আটোয়ারি, জেলা –পঞ্চগড়।

৫। মো. ওবায়দুল কাদের ওরফে তাহসিন (পলাতক), পিতা- মাওলানা মহিউদ্দিন, মা- ফরিদা বেগম, বাড়ি- চরকৈলাশ, এক নম্বর ওয়ার্ড, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী।

৬। ইমরান হোসেন ওরফে ইমরান (পলাতক), পিতা- মীর আব্দুল জলিল, মা- সাফিয়া বেগম, বাড়ি- চরচাঁদপুর, থানা- সদরপুর, জেলা - ফরিদপুর।

৭। আজিজুর রহমান ওরফে আজিজ (পলাতক), পিতা- শেখ আ. মান্নান, মা- সালেহা বেগম, বাড়ি- গিলাতলা, মধ্যপাড়া, বড়বাড়ি, থানা- খানজাহান আলী, জেলা- খুলনা।

৮। আল আমিন শেখ (পলাতক), পিতা- আক্কাস আলী শেখ, মা- লাইলী বেগম, বাড়ি- সাতবাড়িয়া, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর।

৯। মো. রফিকুল ইসলাম(পলাতক), পিতা- মো. নূর মিয়া, মা- সালেহা বেগম, বাড়ি- কল্যানখালী, থানা ও জেলা- নড়াইল।

১০। এ এইচ এম কিবরিয়া, পিতা- আতিকুর রহমান, মা- সাহেদা বেগম, বাড়ি- চেংগুটিয়া, থানা- আগৈলঝড়া, জেলা- বরিশাল।

১১। মনিরুল হক ওরফে পাভেল (পলাতক), পিতা- মৃত আ. হাসেম, মা- রিজিয়া খাতুন, গ্রাম- রাধানগর মধ্যপাড়া মোল্লাবাড়ি, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।

১২। মো. কামরুল হাসান (পলাতক), পিতা- মৃত আব্দুল কাইয়ূম. মা- সুফিয়া খাতুন, বাড়ি- নারায়ণপুর, মধ্যপাড়া, দানু মোল্লার বাড়ি, থানা- নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

১৩। মোশাররফ হোসেন ওরফে মোশারফ (পলাতক), পিতা- মাহতাব উদ্দিন, মা- লাকী বেগম, বাড়ি- শ্রীনগর , থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।