দ্রুততম সময়ে রায় কার্যকর: কামরুল

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ‘দ্রুততম’ সময়ে কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2013, 10:57 AM
Updated : 5 Dec 2013, 10:57 AM

কাদের মোল্লার ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “দ্রুততম সময়ের মধ্যেই রায় কার্কর হবে, ওয়েট অ্যান্ড সি। রায় কার্যকরে এখন আর কোনো বাধা নেই।”

আগামী এক মাসের মধ্যে কিংবা এই সরকারের মেয়াদেই রায় কার্যকর করা হবে কি-না এমন প্রশ্নে কামরুল বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই’ হবে।

রায়ের কপি এখন ট্রাইব্যুনালে পাঠানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল, কারা কর্তৃপক্ষ ও ঢাকার জেলা প্রশাসক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।

রায় কার্যকরের আগে কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন বলে আইন প্রতিমন্ত্রী জানান।

“কারা কর্তৃপক্ষ তাকে (কাদের মোল্লা) বলবেন- তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন কি-না।”

তিনি বলেন, এই রায় নিয়ে ‘রিভিউ পিটিশন’ করার কোনো সুযোগ নেই। রায় কার্যকরের সুনির্দিষ্ট কোনো সময়সীমাও নেই।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গত ১৭ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল গ্রহণ করে মৃত্যুদণ্ডের রায় দেয় সর্বোচ্চ আদালত।