চুলার আগুনে দগ্ধকে অবরোধের বলি বানানোর চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
Published: 03 Dec 2013 01:25 AM BdST Updated: 03 Dec 2013 01:25 AM BdST
চুলার আগুনে দগ্ধ এক নারীকে অবরোধের বলি বানানোর চেষ্টা চালিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছেন এক ব্যক্তি।
বিরোধী দলের অবরোধের মধ্যে সোমবার দুপুরে অন্তঃসত্ত্বা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন তার স্বামী, যেখানে অবরোধে গাড়িতে দেয়া আগুনে দগ্ধ অনেকে চিকিৎসাধীন।
শিরিন আক্তার (১৯) নামের ওই নারী সকালে রাজধানীর ডেমরা সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো নতুন সেতুর কাছে হিউম্যান হলারে দেয়া আগুনে দগ্ধ হন বলে তার স্বামী মো. শাহীন সাংবাদিকদের বলেছিলেন।
পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ওই সময় ওই এলাকায় কোনো হিউম্যান হলারে আগুন দেয়া হয়নি। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহীন স্বীকার করেন, তার স্ত্রী বাসার চুলার আগুনে দগ্ধ হয়েছেন। সরকারের সাহায্য পাওয়ার আশায় মিথ্যা বলেছিলেন তিনি।
ছয় মাসের অন্তঃসত্ত্বা শিরিন কাচপুরের সিনহা গার্মেন্টের একজন পোশাক শ্রমিক। তার স্বামী শাহিন দিনমজুর। তাদের বাড়ি ভোলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিরিনের শরীরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তার গর্ভস্থ শিশুটির সমস্যা হচ্ছে।
শিরিনের স্বামী শাহীন বিকালে বলেছিলেন, সকালে হিউম্যান হলারে করে শিরিন কাচপুরে সিনহা গার্মেন্টেসে যাচ্ছিলেন। অবরোধকারীরা তাদের হিউম্যান হলারে আগুন দিলে শিরিন দগ্ধ হন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তারাবো এলাকায় একটি বাস পুড়িয়েছে অবরোধকারীরা। তবে ওই বাসে কেউ ছিল না। আর কোনো হিউম্যান হলারেও অগ্নিসংযোগ হয়নি।
এরপর শিরিনের স্বামীকে পুলিশ সত্য কথা বলতে বললে শাহীন বলেন, তার স্ত্রী বাসার চুলার আগুনে দগ্ধ হয়েছেন।
মিথ্যা কেন বলেছিলেন- প্রশ্ন করা হলে শাহীন বলেন, “আশপাশের লোকজন আমাকে বলেছিল, হাসপাতালে সাংবাদিকদের বলবি, শিরিন অবরোধের আগুনে দগ্ধ হয়েছে। তাহলে বিনা খরচে চিকিৎসা পাবি, আবার সরকারের কাছ থেকে সাহায্যও পাবি।”
“এই লোভে আমি মিথ্যা কথা বলেছি স্যার,” বলেন তিনি।
পুলিশের ভয়ে মিথ্যা বলছেন কি না- জানতে চাইলে শাহীন সাংবাদিকদের বলেন, “সত্যিই স্যার, আমি এবার মিথ্যা বলছি না।”
-
রাষ্ট্রপতির কাছে ২ দূতের পরিচয়পত্র পেশ
-
অর্থ আত্মসাৎ: ডেসটিনির ভাইস প্রসিডেন্টসহ চারজন কারাগারে
-
বাড়িতে ইয়াবা, হেরোইন: মিরপুরের পলাতক দম্পতির যাবজ্জীবন
-
পশুর হাটে মাস্ক পড়ে ঢুকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
‘আশুলিয়া ও নড়াইলের ঘটনা শিক্ষাঙ্গনে অশনি সংকেত’
-
কারাবন্দি ডেসটিনির হারুনের জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
-
শিক্ষক হেনস্তায় কার কী দায়, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
২৪ দিনে হজে গেছেন ৪৪২৩৩ জন, মৃত্যু ৭
-
খাল-নদী ‘দখলমুক্ত করায়’ মনক্ষুন্নদের সহানুভূতি: তাজুল
-
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে টোল: বাস ৪৯৫, কার ১৪০, বাইক ৩০ টাকা
-
রাষ্ট্রপতির কাছে ২ দূতের পরিচয়পত্র পেশ
-
শিক্ষককে পিটিয়ে খুন: আশুলিয়ার সেই ছাত্র গ্রেপ্তার
-
প্রাথমিকে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী
-
অর্থ আত্মসাৎ: ডেসটিনির ভাইস প্রেসিডেন্টসহ চারজন কারাগারে
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে