কৃত্রিম অঙ্গ পেলেন রানা প্লাজার ১২ শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
Published: 23 Nov 2013 12:26 PM BdST Updated: 23 Nov 2013 01:01 PM BdST
সাভারের রানা প্লাজায় ভবন ধসের ঘটনায় হাত-পা হারানো কয়েকজনকে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
শনিবার সকালে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় ব্র্যাকের লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারে রানা প্লাজার ১২ জন শ্রমিক এ প্রতিস্থাপনের পাশাপাশি এক লাখ টাকা করে অনুদানও পান।
ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ডা. মো শাহিনুল হক রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ জন শ্রমিককে হাত (মেকানিক্যাল আর্টিফিসিয়াল আপার লিম্ব) এবং একজনকে পা প্রতিস্থাপন করে দেয়া হয়েছে।
“যুক্তরাজ্য থেকে আনা এ কৃত্রিম হাতটি আধুনিক প্রযুক্তিনির্ভর। এর তিনটি আঙ্গুল নাড়ানো যায়, যা দ্বারা দৈনন্দিন ছোট খাটো কাজ করা সম্ভব।”
রানা প্লাজায় হাত হারানো রিক্তা বেগম কৃত্রিম অঙ্গ পাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন থেকে কিছু কাজ এ হাত দিয়েই করতে পারব।”
এছাড়াও প্রত্যেকের ব্যাংক হিসাবে এক লাখ টাকা করে জমা হয়েছে, যা থেকে তারা প্রতি মাসে ১ হাজার টাকা করে মুনাফা তুলতে পারবেন।
৫ বছর পরে চাইলে এই টাকার পুরোটা তুলে নেয়া যাবে বলে ব্র্যাক কর্মকর্তারা জানিয়েছেন।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাককর্মী নিহত হন। আহত হন বহু, যাদের অনেকের অঙ্গহানি ঘটে।
-
টিকা পেতে আরও উৎসের খোঁজে সরকার
-
সারা জীবনের দুঃখ ঘুচে মিলছে তাদের মাথা গোজার ঠিকানা
-
গুলি করে হত্যা: ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
ভারতের উপহারের টিকা বুঝে নিলেন দুই মন্ত্রী
-
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা
-
চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৪
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’