কৃষি বিশ্ববিদ্যালয় পাচ্ছে খুলনা

খুলনায় দেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2013, 09:05 AM
Updated : 28 Oct 2013, 11:44 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী খুলনা সফরের সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন।

“নতুন এ বিশ্ববিদ্যালয় স্থাপনের পর এখান থেকে পাস করে শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় মাঠ পযায়ে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়া সরকার মনোনীত দুইজন অগ্রণী কৃষি উদ্যেক্তা এই কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটে সদস্য হিসেবে থাকবেন।”

ফাইল ছবি

বর্তমানে  ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা  ও সিলেটে চারটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছ। সেই হিসাবে খুলনায় হবে দেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়। 

খুলনায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বর্তমানে দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

মন্ত্রিসভার বৈঠকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন,২০১৩’ এবং ‘বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন,২০১৩’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

গত ২ সেপ্টেম্বর এ দুটি আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।