অনলাইনে ‘গরুর হাট’

‘দোজ হু ডোন্ট লাইক হাটের হাউকাউ, আই অ্যাম হিয়ার ইয়োর অনলাইন কাউ’- এটি একটি অনলাইন কেনাবেচার সাইটের বিশেষ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2013, 02:43 PM
Updated : 13 Oct 2013, 04:36 PM

এবারই প্রথম কোরবানীর ঈদকে সামনে রেখে প্রায় একইরকম ঘোষণা এসেছে কেনাবেচার বিভিন্ন ওয়েবসাইটে।   

পাশাপাশি পশু কেনাবেচার জন্য খোলা হয়েছে নতুন নতুন ফেইসবুক পেইজও। গবাদিপশুর ছবি, বিবরণ ও দাম উল্লেখ করে কোন গরু কোন এলাকা থেকে আনা হয়েছে তারও বিররণ তুলে ধরা হয়েছে এসব পেইজে।

আমারদেশ ই-শপ ডটকম ওয়েবসাইটের গবাদিপশু বিক্রির জন্য বিশেষ ঘোষণায় ক্লিক করলেই দেখা যায়, বিভিন্ন ধরনের গবাদিপশু বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া আছে।

ভিসা ও মাস্টার কার্ড এবং ব্র্যাক ও ডাচ-বাংলা ব্যাংকের কার্ডের মাধ্যমে এসব পশু কেনার টাকা পরিশোধ করা যাবে বলে ওয়েবসাইটে বলা হয়েছে।

এই ওয়েবসাইটের মাধ্যমে ৬৯ হাজার টাকা, ৬৩ হাজার ৫০০ টাকা, ৭২ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন দামের গরু বিক্রি হয়ে যাওয়ার পর এসব বিজ্ঞাপনে ‘সোল্ড আউট’ লিখে দেয়া হয়েছে।

বিক্রয় ডটকম তাদের ওয়েবসাইটের হোম পেইজে লিখেছে- ‘এবার ঈদে গরু না খাসি কোনটা চাই?’ লিঙ্কে ক্লিক করলেই দেখ যায় কোরবানির গবাদিপশু বিক্রির বিভিন্ন বিজ্ঞাপন।

এই ওয়েবসাইটে চট্টগ্রাম থেকে মো. মাসুদ নামের একজন বিজ্ঞপন দিয়ে বলেছেন, তার কাছে বিক্রির জন্য তিনটি উট রয়েছে, যার প্রতিটির দাম এক লাখ ২০ হাজার টাকা।

সেলিম নামের আরেকজন রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে একটি গরু বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে এর দাম হেঁকেছেন দুই লাখ টাকা।

গরুটি কুষ্টিয়া থেকে আনা হয়েছে এবং কোনো ধরনের রোগ নেই বলেও দাবি করে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়েছেন সেলিম।

সেলবাজার ডটকম ওয়েবসাইটে পশু কেনাবেচার বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে- ‘কি ধরনের গরু, মোটা না সরু’।

‘ঢাকা গরুর হাট’ নামে একটি ফেইসবুক পেইজে কুষ্টিয়া থেকে আনা একটি কালো ষাঁড়ের দাম হাঁকা হয়েছে এক লাখ ১৩ হাজার টাকা।

এই পেইজে বিক্রির জন্য পোস্ট করা সবগুলো গরুই কুষ্টিয়া থেকে আনা বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ঈদকে সামনে রেখে কোরবানীর পশু বিক্রির জন্য ‘ফতুল্লা ডিআইটি গরুর হাট’, ‘রহমতগঞ্জ গরুর হাট’, ‘গাবতলী গরু হাট’ নামে ফেইসবুক পেইজ খুলে সেখানে বিভিন্ন ধরনের পোস্ট দেয়া হয়েছে।