যুদ্ধাপরাধী আব্দুল আলীমের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
Published : 09 Oct 2013, 03:11 PM
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বিএনপির সাবেক মন্ত্রী আলীমকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়া হয়। একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের নয়টি ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এই দণ্ড দেয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় হতাশা ব্যক্ত করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা এ রায়ে ক্ষুব্ধ ও হতাশা ব্যক্ত করছি।”
“আমরা বিশ্বাস করি আপিলের মাধ্যমে প্রত্যাশিত রায় পাবো।”
রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার শাহাবাগে শেষ হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ার পর শাহবাগে ক্ষুব্ধ ছাত্র-জনতার সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চ গড়ে উঠে।
তাদের আন্দোলনে সাড়া দিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে একাত্ম হয় পুরো দেশ।
আন্দোলনের মুখে আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি প্রসিকিউশনেরও আপিল করার সুযোগ দেয়া হয়। এরপর উচ্চ আদালতে আপিলের রায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ হয়।