দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আলীমের যুদ্ধাপরাধের রায় হলে ‘ভালো লাগতো’ বলে জানালেও আদালতের রায়কে মেনে নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
Published : 09 Oct 2013, 01:56 PM
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এর প্রতিক্রিয়ায় এ মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, “আদালতের রায় আমাদের মানতে হবে। আমরা অবনত মস্তকে মেনে নিচ্ছি। তবে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী রায় হলে আমাদেরও ভালো লাগতো।”
রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে তিনি বলেন, “রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে কোনো গ্রাউন্ড পাওয়া গেলে আপিল করবো।”
রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও আপিলের বিষয়ে একই কথা বলেন।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “আব্দুল আলিম যে যুদ্বাপরাধী তা আদালতে প্রমাণিত হয়েছে। আদালত তার শারীরিক অক্ষমতার বিষয়টি বিবেচনা করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।”
রায়ে সন্তোষ প্রকাশ করে এ প্রসিকিউটর বলেন, আদালতের রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার রেওয়াজ বিলুপ্ত হবে।
অবশ্য এ রায়ে অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করার দাবি জানিয়েছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা।