যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন একাত্তরের মুসলিম লীগ নেতা ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের আইনজীবী।
Published : 09 Oct 2013, 01:41 PM
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণার পর আলীমের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, “আমরা আপিল করব।”
এ মামলার শুনানিতে আসামিপক্ষ দাবি করে, প্রসিকিউশন যেসব স্থানে যেসব ঘটনায় আলীমের জড়িত থাকার অভিযোগ এনেছে, সেখানে সে সময় তিনি উপস্থিতই ছিলেন না। কিন্তু রায়ে বিচারক বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ওই দাবি প্রমাণ করতে পারেনি।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আহসানুল হক বলেন, ‘নো কমেন্টস’।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ে বলা হয়, হত্যা, গণহত্যা ও লুটতরাজের মতো অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড প্রাপ্য হলেও বয়স ও পঙ্গুত্বের কথা বিবেচনায় নিয়ে ৮৩ বছর বয়সী আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, আদালত যে রায় দিয়েছে তা মেনে নিতে হবে। তবে রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আপিলের মতো ভিত্তি পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।