১৮ বছরের কম বয়সীরাও জাতীয় পরিচয়পত্র পাবে

দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। এর ফলে ১৮ বছরের কম বয়সীরাও জাতীয় পরিচয়পত্র পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2013, 04:18 PM
Updated : 6 Oct 2013, 04:18 PM

বর্তমানে ভোটার তালিকাভুক্ত ১৮ বছর বা এর বেশি বয়সীরাই জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকেন।

রোববার ‘জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) বিল-২০১৩’ সংসদে পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৬ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। তখন এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে, জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়ায় নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত তথ্য প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার বিধান রাখা হয়েছে।

কোনো ব্যক্তি বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত্র তথ্য বা উপাত্তের বিষয়ে গোপনীয়তা লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হবে।

তবে আইন মেনে নির্ধারিত পদ্ধতিতে কমিশন থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

এছাড়া সংশোধিত আইনে জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে পুনর্নিবন্ধন করার নিয়ম শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে জাতীয় পরিচয়পত্র নবায়ন করা যাবে।