এখন রায় কার্যকর দেখতে চাই: প্রফুল্ল সিংহ

রায়ের পর এবার পিতার হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চেয়েছেন একাত্তরে শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ।

চট্টগ্রাম অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2013, 12:20 PM
Updated : 1 Oct 2013, 01:41 PM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই প্রতিক্রিয়া জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে যে কয়টি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তার মধ্যে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্রকে হত্যাও রয়েছে।

প্রফুল্ল সিংহ বলেন, “৪২ বছর পরে বাবার হত্যাকারী সাজা পেয়েছে এটাই স্বস্তির। এখন রায় কার্যকর হোক এটাই চাই আমরা।”

ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া সত্তরোর্ধ্ব এই ব্যক্তি বলেন, “বিচারের জন্য আমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম। নানা ষড়যন্ত্র হয়েছে। এর মধ্য দিয়েও বিচার হয়েছে, এটাই স্বস্তির।”

১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে রাউজানের গহিরার কুণ্ডেশ্বরীতে নিজ বাড়ির মন্দিরের সামনে হত্যা করা হয় দানবীর নূতন চন্দ্রকে। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সালাউদ্দিন কাদের নিজেই নূতন চন্দ্রকে গুলি চালিয়েছিলেন।