পটুয়াখালীতে পুলিশের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাংচুর

ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির কোটা ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2013, 08:09 AM
Updated : 29 Sept 2013, 08:09 AM

রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীসহ শতাধিক লোক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা জানান, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

সকালে ক্যাম্পাসের ভেতরে ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পলিটেকনিক ক্যাম্পাসসহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরে পুলিশের লঠিপেটা ও রাবার বুলেটে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং যানবাহনে ব্যাপক ভাংচুর শুরু করে।

এ সময় তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে এবং আনসার ক্যাম্প সড়ক, তিতাস সিনেমা মোড়, সবুজবাগ মোড়, সবুজবাগ ৬, ৭, ৮, ৯ নম্বর লেন, সরকারি কলেজের পেছনের গেইটসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে একটি পিকআপ ভ্যান, একটি মাইক্রোবাস, ২০টি অটোরিকশা ও ১২টি রিকশায় ভাংচুর চালায়।

বিক্ষুদ্ধ ছাত্ররা তিতাস সিনেমার মোড়ে একটি দোকানেও হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে পুলিশ বিক্ষোভকারীদের ধরতে গলিতে গলিতে অভিযান শুরু করলে ছাত্ররা সরে যায় এবং পরিস্থিতি শান্ত হয়ে আসে।  

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিমুল হক জানান, সকাল থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পলিটেকনিক ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা তিনি।