পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করাদের পদের নাম পরিবর্তনের প্রতিবাদকারী বিক্ষুব্ধ মাগুরা পলিটেকনিক ইন্সটিউটটের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
Published : 28 Sep 2013, 03:55 PM
শনিবার সকাল সোয়া ১০টার দিকে ইন্সটিটিউটের ছাত্ররা মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
এ ঘটনায় সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাগুরা-ঝিনাইদহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় পুলিশ এসে তাদের উপর চড়াও হয় এবং বিনা কারণে মারপিট করে বলে অভিযোগ করেন তিনি।
সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ছাত্রদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করা হলে তারা পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ ও কয়েকটি বোমা ফাটায়। প্রথমে তাদের শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু ছাত্ররা পুলিশকে ইট নিক্ষেপ অব্যাহত রাখলে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল ও রবার বুলেট নিক্ষে করে।
পরে ছাত্ররা সড়ক থেকে সরে পলিটেকনিকের সামনে অবস্থান নেয়, বলেন ওসি।