চাঁদপুর-কুমিল্লা রুটে ডেম্যু ট্রেন উদ্বোধন

চাঁদপুর-কুমিল্লা রেলরুটে আধুনিক ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন চালু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2013, 09:29 AM
Updated : 13 Sept 2013, 09:29 AM

শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশনে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে এ ট্রেনটি নিয়মিত চলাচল করবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার সুকুমার ভৌমিক জানান, প্রতিদিন দুবার এটি কুমিল্লা-চাঁদপুর চলাচল করবে।

এ ট্রেনের সময়সূচি: সকাল ৭টা ১৫ মিনিটে লাকসাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছবে সকাল ৯টা ১০ মিনিটে। চাঁদপুর থেকে ছাড়বে সকাল ১০টা ১০ মিনিটে এবং কুমিল্লা পৌঁছবে দুপুর ১টা ৩৫ মিনিটে। কুমিল্লা থেকে ছাড়বে দুপুর ১টা ৪৫ মিনিটে এবং চাঁদপুর পৌঁছবে বিকাল সাড়ে ৫টায়।

আবার বিকাল ৫টা ৪০ মিনিটে কুমিল্লা ছেড়ে চাঁদপুর পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

দেশের বিভিন্ন স্থানে ডেম্যু ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এ লাইনে চলবে শীতাতপ ছাড়া। এতে টয়লেটের কোনো ব্যবস্থা নেই।

চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত ভাড়া হবে ৩৫ টাকা এবং লাকসাম পর্যন্ত ২৫ টাকা। ন্যূনতম ভাড়া ১৫ টাকা।

তিনি আরো জানান, ট্রেনটির তিনটি বগিতে আসন রয়েছে ১৫৩টি। বাকিরা দাঁড়িয়ে ভ্রমণ করবেন। যাত্রী চলাচল বাড়লে পরে অতিরিক্ত বগি যোগ করা হবে। প্রতিদিন কমপক্ষে সাড়ে ৬শ’ থেকে ৭শ’ যাত্রী এই ট্রেনে চলাচল করতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাংসদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল হক ভূঁইয়া, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

রেলমন্ত্রী বলেন, সরকার রেলকে গণমানুষের পরিবহন হিসেবে তৈরি করতে চায়।