কুমিল্লায় আ.লীগ-পুলিশ ও জামায়াত সংঘর্ষ

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে কুমিল্লায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2013, 06:16 AM
Updated : 14 August 2013, 06:16 AM

বুধবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-নোয়াখালী সড়কে সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে পুলিশের দুই কনস্টেবলসহ অন্তত ১৫ জন আহত হন বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

সদর দক্ষিণ থানার ওসি আইনুল হক জানান, জামায়াত-শিবিরকর্মীরা মিছিল থেকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশের দুই কনস্টেবল আহত হন।

এরপর হরতালকারীরা পেরুলের দিকে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেন।

এরপর সংঘর্ষ শুরু হলে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মো. ফিরোজ মিয়া জানান, সংঘর্ষ চলাকালে জামাত-শিবিরকর্মীরা আওয়ামী লীগের তিন জনকে কুপিয়ে আহত করে।

আহতরা হলেন পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেভী রহমান, পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান এবং দলের কর্মী হাবিব।

এ সংর্ঘষে জামায়াত-শিবিরেরও ১০ জন আহত হন বলে জানান ফিরোজ মিয়া।

এদিকে বুধবার হরতালে নগরীতে ছোট ছোট যানবাহন চলাচল করলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানবাহন দেখা যায়নি। নগরীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

চৌদ্দগ্রামে বিজিবি মোতায়েন রয়েছে।