সিরাজগঞ্জে পিকেটারদের ইটে আহত কনস্টেবল ঢাকায়

জামায়াতের ডাকা হরতালে সিরাজগঞ্জে পিকেটারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2013, 03:21 PM
Updated : 13 August 2013, 03:42 PM

মঙ্গলবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের নলকায় জামায়াত-শিবিরের পিকেটারদের ছোঁড়া ইটে মাথায় আঘাত পান পুলিশের পিকআপ চালক কনস্টেবল সেলিম আহম্মেদ।

এতে তার মাথায় দু জায়গায় ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টার দিকে উন্নত চিকিসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে নলকা এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন, সদর সার্কেলের এএসপি ফোরকান সিকদার ও র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার অশোক কুমার পালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছলে পিকেটারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ওসি রফিকুল বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, পিকেটারদের ইটপাটকেলের আঘাতে সদর থানার পুলিশ পিকআপের চালক সেলিম আহম্মেদ মাথায় আঘাত পেয়ে লোহার পাইপের উপর পড়ে যায়। সেখানে দ্বিতীয়বার আঘাত পান তিনি।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ।