কুমিল্লায় বিএসএফের অনুপ্রবেশ, অস্ত্র আটক

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের অস্ত্র আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2013, 06:58 AM
Updated : 13 August 2013, 06:58 AM

তবে অনুপ্রবেশকারী সেই বিএসএফ জওয়ান পালিয়ে গেছেন বলে জানিয়েছেন বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আল মামুন।

মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লা সদর উপজেলার যশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

লেফটেন্যান্ট কর্নেল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশপুর বিজিবি ফাঁড়ির কাছে এক নারী নিজের জমিতে কাজ করার সময় বিএসএফের এক সদস্য তাকে ধাওয়া করে বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে পড়ে।

“এ সময় বিজিবি সদস্য জালাল আহমেদ বিএসএফের ওই সদস্যকে আটকাতে চাইলে সে গুলি করার চেষ্টা করে। এক পর্যায়ে জালাল বিএসএফ সদস্যের আগ্নেয়াস্ত্রটি কেড়ে নিলে সে দৌড়ে সীমান্তের ওপারে চলে যায়।”

এর প্রতিবাদ জানাতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল মামুন জানান।

ঘটনার পর থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।