সাংবাদিকদের বেতন: মন্ত্রিসভা কমিটি গঠনের প্রজ্ঞাপন

সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর বেতন বাড়ানোর সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে তা বাস্তবায়নের জন্য প্রতিবেদন তৈরিতে মন্ত্রিসভা কমিটি গঠনের প্রজ্ঞাপন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2013, 06:49 PM
Updated : 11 August 2013, 06:50 PM

রোববার মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ চেয়ারম্যান করে গঠিত এই কমিটিতে থাকছেন যোগাযোগ, তথ্য, স্বরাষ্ট্র, পরিবেশ ও পূর্তমন্ত্রী।

প্রজ্ঞাপন জারির দিন থেকে অর্থাৎ রোববার থেকে এক মাসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে বলে জানান সচিব।

গত ৫ অগাস্ট মন্ত্রিসভা বৈঠকে সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে একমত হলেও অষ্টম মজুরি বোর্ডের সুপারিশ অনুমোদন করেনি। তখন ছয় সদস্যর একটি মন্ত্রিসভা কমিটি করার সিদ্ধান্ত হয়।

ওই কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দিলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

১৯৯৭ সালের ৫ম মজুরী বোর্ডের টিওআর অনুযায়ী এ কমিটি সুপারিশ প্রনয়ণ করে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।