প্রমাণিত হল, জামায়াত সন্ত্রাসী দল: গণজাগরণ মঞ্চ

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2013, 11:28 AM
Updated : 1 August 2013, 11:28 AM

বৃহস্পতিবার দেয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ের মাধ্যমে প্রমাণিত হল, জামায়াতের গঠনতন্ত্র গণতন্ত্রবিরোধী এবং জামায়াত একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম দাবি জামায়াতকে নিষিদ্ধ করা।

হাই কোর্টের রায়ের পর নিজেদের দাবি পুনরুল্লেখ করেন ইমরান সরকার।

“এখন যত দ্রুত সম্ভব, জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকেও সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত।”

জামায়াতকে নির্বাচন কমিশনে নিবন্ধন দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ইসলামী কয়েকটি দলের করা রিট আবেদনে বৃহস্পতিবার রায় দিয়েছে হাই কোর্ট। এতে বলা হয়েছে, জামায়াতের নিবন্ধন অবৈধ।

আদালতের এই রায়ের ফলে জামায়াত রাজনৈতিক দল হিসেবে তৎপরতা চালাতে পারলেও নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে রায়ের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপিল করেছে জামায়াত।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং একাত্তরের ‘যুদ্ধাপরাধী’ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের পাশাপাশি বামপন্থী রাজনৈতিক দলগুলোর।

হাই কোর্টের রায়ের পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এর রায় জামায়াত নিষিদ্ধের আইনি ভিত্তি হিসাবে কাজ করবে।