জাতি একজন দেশপ্রেমিককে হারালো: প্রধানমন্ত্রী

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2013, 05:53 AM
Updated : 30 July 2013, 07:01 AM

বেলাল মোহাম্মদের মৃত্যুকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, “জাতি একজন দেশপ্রেমিককে হারালো। তিনি সকল সময়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।”

মুক্তিযুদ্ধে বেলাল মোহাম্মদের অবদান, বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠায় তার ভূমিকা সে সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

“বিজয়ের পর থেকে বেলাল দেশ গঠনের কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে ছিলেন।”

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান বেলাল। তার বয়স হয়েছিল ৭৭ বছর।