ঢাবিতে ভাংচুরের ঘটনায় মামলা

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাংচুরের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2013, 01:27 PM
Updated : 12 July 2013, 03:55 AM
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় পাঁচ শতাধিক তরুণের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যারয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমাবার ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিক্ষোভ-প্রতিবাদের মুখে বুধবারই ওই ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি।

কিন্তু সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে।

এদিন দুপুরে শাহবাগ অবরোধের চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশের ধাওয়ায় ক্যাম্পাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।ছাত্রলীগ কর্মীদের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে আন্দোলনকারীরা। চারুকলার সামনে এটিএন বাংলার একটি গাড়িও তাদের রোষের শিকার হয়।

এক পর্যায়ে উপাচার্যের বাসভবন ও কার্যালয়, প্রক্টর কার্যালয়, সমাজ বিজ্ঞান ভবনসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের সামনে থাকা গত পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন উপকরণও তারা পুড়িয়ে দেয়।