কোটাবিরোধী বিক্ষোভ থেকে আটক ১২

সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অবরোধের চেষ্টা করলে ১২ জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2013, 02:26 AM
Updated : 11 July 2013, 02:26 AM

বৃহস্পতিবার সকালে শাহবাগে অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের হটিয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। 

ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান দুপুরে সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।

আটক সবাইকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল বাতিলের দাবিতে বুধবার দিনভর শাহবাগ অবরোধ করে রাখে পরীক্ষার্থীরা। এর ফলে যানজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে।  

শিবলী নোমান বলেন, “আজ সকালে বিক্ষোভকারীরা শাহবাগে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের অনুরোধ করে যেন তারা পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নেয়। কিন্তু এই অনুরোধ না রেখে উল্টা তারা পুলিশের ওপর হামলা চালায়।”

আন্দোলনের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত জানালেও আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাসহ সব কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।