দশম সংসদ নির্বাচনের জন্য সংসদীয় এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
Published : 03 Jul 2013, 08:00 AM
ইসির যুগ্মসচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ৫০টি আসনের সীমানায় এবার পরিবর্তন আনা হয়েছে।
কুড়িগ্রাম-২, ৩, ৪, বগুড়া ১, ২, যশোর-৩, ৪, ৫, ৬, খুলনা ১, ৬, পটুয়াখালী ১, ২, ৩, পিরোজপুর ১, ২, ৩, জামালপুর ২, ৩, ময়মনসিংহ ২, ৩, ৪, নেত্রকোণা ২, ৫, ঢাকা ১৪, ১৫, গাজীপুর ২, ৩, নরসিংদী ১, ২, ৩, ৫, নারয়ণগঞ্জ ৩, ৪, ৫, সুনামগঞ্জ ৪, ৫, ব্রাহ্মণবাড়িয়া ১, ২, ৩, কুমিল্লা ৬, ৭, ৮, ১০, চাঁদপুর ১, ২, চট্টগ্রাম ৫, ৬, ১৪ ও ১৫ আসনের সীমানায় পরিবর্তন এসেছে।
ইসি কর্মকর্তারা জানান, এবার নির্বাচন কমিশন যে ৮৭টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছিল তার মধ্যে ৩৮টি আগের মতো রাখা হয়েছে। বাকি ১২টি আসন নতুন করে বিন্যস্ত করা হয়েছে।
আর ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৫০টির আসন সীমানা নবম সংসদের মতোই রাখা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি দশম সংসদ নির্বাচনের জন্য গতবারের ৮৭টি সংসদীয় আসনে পরিবর্তন আনার প্রস্তাব করে নির্বাচন কমিশন। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষ হয় এপ্রিলে। সব বিষয় পর্যামলোচনা করে বুধবার সীমানা চূড়ান্ত করা হয়।
আগামী দশম সংসদ নির্বাচন এ আসন সীমানা মেনেই হবে। চলতি বছরের ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।