দীপের সুস্থতায় বিদেশে নিতে চায় পরিবার

দুর্বৃত্তদের চাপাতির কোপে আহত বুয়েট ছাত্রলীগ নেতা আরিফ রায়হান দীপকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চায় পরিবার, এজন্য সরকারের সহযোগিতা চাইছেন তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2013, 07:28 AM
Updated : 25 June 2013, 07:28 AM

হেফাজতবিরোধী দীপ দুই মাস ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রয়েছেন। তার বাম চোখ নষ্ট হয়ে গেছে, তিনি কথা বলতে পারছেন না।

দীপের বড় ভাই রিয়াজ মোর্শেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীপের চিকিৎসার বিষয়ে আর কিছু করার নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।

শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকলেও দীপকে এখন রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডে।

রিয়াজ মনে করেন, বিদেশে চিকিৎসা করাতে পারলে তার ভাই সুস্থ হতে পারবেন।

তবে পরিবারের সামর্থ্য নেই বলে এজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

দীপের শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পার্থ প্রতীম বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো কথা বলতে পারবেন না।

রিয়াজ জানান, এখন কেউ নাম ধরে ডাকলে মাঝে মাঝে ডান চোখের পাতা শুধু নাড়াতে পারেন দীপ।

গত ৯ এপ্রিল বুয়েটের নজরুল ইসলাম হলে দীপের ওপর হামলা হয়। হামলার তিন দিন আগে হেফাজতে ইসলামের লংমার্চকারীদের খাবার সরবরাহে শহীদ স্মৃতি হলের এক মসজিদের ইমামকে বাধা দিয়েছিলেন তিনি।

ওই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা। পরে এই ঘটনায় গ্রেপ্তার মেজবাহ উদ্দিনও তা স্বীকার করেন।

মেজবাহ (২৪) বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্র। তিনি থাকতেন রশিদ হলে।