রাজশাহীতে বুলবুলের বিজয়

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ হাজার ভোটের ব্যবধানে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2013, 09:00 AM
Updated : 15 June 2013, 02:24 PM

শনিবার রাত ১টা ২০ মিনিটে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলের মিলনায়তনে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ১৩৭টি কেন্দ্রের সবকয়টির চূড়ান্ত ফল ঘোষণা করেন।

এর মধ্যে বুলবুলের আনারস প্রতীক পেয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী লিটনের তালা প্রতীক পেয়েছে ৮৩ হাজার ৭২৬ ভোট।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানান রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ নির্বাচনে মোট ভোট পড়েছে দুই লাখ ১৮ হাজার ৩১০, যার মধ্যে বৈধভোট দুই লাখ ১৫ হাজার ৫৭৫। দুই হাজার ৭৩৫টি ভোট হয়েছে বাতিল।

ভোট পড়ার হার ৭৬ দশমিক ০৯ শতাংশ।

এর আগে ২০০৮ সালে খায়রুজ্জামান লিটনের কাছে পরাজিত হয়েছিলেন বুলবুল। সেবার লিটন তালা প্রতীক নিয়ে পেয়েছিলেন ৮৮ হাজার ৩৬০ ভোট। আর বাঘ প্রতীক নিয়ে বুলবুল পেয়েছিলেন ৭৪ হাজার ৫৫০।

রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।

১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হয়েছে।